AB Bank
ঢাকা রবিবার, ০৩ ডিসেম্বর, ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জি এম কাদেরের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞার শুনানি শেষ, বিকেলে আদেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩৮ পিএম, ১০ নভেম্বর, ২০২২
জি এম কাদেরের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞার শুনানি শেষ, বিকেলে আদেশ

জাতীয় পার্টির (জাপা) সাবেক এমপি অ্যাড. জিয়াউল হক মৃধার করা মামলায় দলের চেয়ারম্যান জি এম কাদেরের দলীয় কার্যক্রমের ওপর দেয়া অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে করা আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বিকেলে আদেশ দেবেন আদালত।

 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

 

জি এম কাদেরের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ সিরাজুল ইসলাম।

 

জি এম কাদেরের পক্ষে গত ৬ অক্টোবর এই আবেদন করেন তার আইনজীবী শেখ সিরাজুল ইসলাম ও কলিম উল্যাহ মজুমদার। আবেদনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের উপর গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চাওয়া হয়।

 

উল্লেখ্য, গত ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা ও দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা দলের চেয়ারম্যানের কার্যক্রমের বিষয়ে মামলা করেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় যাবতীয় কার্যক্রমে নিষেধাজ্ঞার অস্থায়ী আদেশ দেন।

 

একুশে সংবাদ.কম/নট/জাহাঙ্গীর

 

Link copied!