বিএনপির ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আইন অনুযায়ী দেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসার সুযোগ নেই। বিএনপি নিজেদের কর্মী নিজেরাই মারছে। ভবিষ্যতেও তাদের কর্মী তারাই মারবে আর আমাদের ও পুলিশের ওপর দায়িত্ব চাপানোর চেষ্টা করবে।’
শনিবার (১ অক্টোবর) রাজধানীর ইউল্যাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘বিএনপি দেশে সংঘাতময় পরিস্থিতি তৈরির পায়তারা করছে। তারা এই রাজনীতিই করে। তাদের রাজনীতি হত্যার রাজনীতি।’
হাছান মাহমুদ বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি আসন পাবে, এ কথা ২০০৬, ৭, ৮ সালে বিএনপি নেত্রী খালেদা জিয়াও বলেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বিএনপি মাত্র ২৯টি আসন পেয়েছিল।’
তিনি বলেন, ‘ভবিষ্যতে যে নির্বাচন হবে শেখ হাসিনা সরকার আবারও ধস নামানো বিজয়ের মাধ্যমে সরকার গঠন করবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না, এ স্বপ্ন বিএনপি দেখতেই পারে। তবে এ স্বপ্ন এখন তাদের জন্য দুঃস্বপ্ন।’
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এটা কখনও বাস্তবায়িত হবে না।’
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :