রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আজ বিকেলে গুলশানের বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার (৩১ আগস্ট) চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বিকালে এভার কেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাসায় ফিরবেন। ২৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া।
৭৭ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ সর্বশেষ লিভার সিরোসিসে আক্রান্ত হন। এছাড়া তার হার্টেও সমস্যা রয়েছে।
গত বছর নভেম্বর থেকে এ পর্যন্ত অন্তত ছয়বার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নেন খালেদা জিয়া। সবশেষ ২২ আগস্ট এভার কেয়ার হাসপাতালে নিয়ে চেকআপ করা হয়। এরপর ২৮ আগস্ট রাতে তাকে ভর্তি করা হয়েছিল।
একুশে সংবাদ.কম/জা.হা
আপনার মতামত লিখুন :