সরকার ও তার মন্ত্রী-এমপিরা টাকা লুটপাট করে দেশের বাহিরে পাচার করে দেশকে অর্থশূন্য করে দিয়েছে। এর মাধ্যমে সরকার জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে বলে জানিয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী।
রোববার (৩১ জুলাই) সারাদেশে নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
নিপুন রায় চৌধুরী বলেন, সরকার জনগণের মৌলিক অধিকার হরণ করছে। পদ্মা সেতু শেখ হাসিনার টাকা দিয়ে হয়নি, জনগণের টাকায় হয়েছে।
তিনি বলেন, সরকার পদ্মা সেতু নির্মাণে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এই সরকার বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। যার প্রমাণ সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ও দেশের বিচারব্যবস্থা।
ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন আহমেদ বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশরাফের সঞ্চালনায় আজকের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
একুশে সংবাদ.কম/ন.ফ.জা.হা
আপনার মতামত লিখুন :