ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা, ২নং ওয়ার্ড, ৩নং ওয়ার্ড, ৫নং ওয়ার্ড, ৬নং ওয়ার্ড ও ৯১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৩০শে জুলাই) মিরপুর-১২, হারুন মোল্লাহ্ ঈদগাহ্ মাঠে এই সম্মেলনের আয়োজন করে পল্লবী থানা আওয়ামী লীগ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঢাকা -১৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ও পল্লবী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এস এম সারোয়ার আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানক।
বিশেষ অতিথি হিসেবে এই সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম।
এই ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন (দলনেতা), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী (সদস্য), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ওবায়দুর রহমান (সদস্য), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য এ্যাড. শাহারুখ মিরাজ (সদস্য)।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি বক্তব্য প্রধান করেছেন ঢাকা মহানগর উত্তর ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান, ঢাকা মহানগর উত্তর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হালিম মজুমদার, ঢাকা মহানগর উত্তর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আফাজ উদ্দিন সরদার, ঢাকা মহানগর উত্তর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী, ঢাকা মহানগর উত্তর ৯১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তমিজ উদ্দিন চৌধুরী মন্টু।
ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি আরও বক্তব্য প্রধান করেছেন ঢাকা মহানগর উত্তর ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আশিক, ঢাকা মহানগর উত্তর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হালিম মোল্লা, ঢাকা মহানগর উত্তর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, ঢাকা মহানগর উত্তর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাইউল খান, ঢাকা মহানগর উত্তর ৯১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা সজল।
এছাড়াও ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা, ২নং ওয়ার্ড, ৩নং ওয়ার্ড, ৫নং ওয়ার্ড, ৬নং ওয়ার্ড ও ৯১নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ রাফি/বাবু/এস.আই
আপনার মতামত লিখুন :