টানা চারদিনেরও বেশি সময় পর বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (১৫ জুন) দুপুর ১টা ৫ মিনিটে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয় বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান বলেন, ম্যাডামকে বুধবার দুপুর ১টা ১০ মিনিটে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
এর আগে গত ১১ জুন গভীর রাতে হৃদরোগের সমস্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরে সকালে তার এনজিওগ্রাম করে হার্টে ব্লক ধরা পড়লে রিং বসানো হয়। বর্তমানে এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া।
এর আগেও করোনায় আক্রান্ত হয়ে সাবেক এই প্রধানমন্ত্রী দুই দফায় অনেক দিন এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
একুশে সংবাদ.কম/ঢ.প.জা.হা
আপনার মতামত লিখুন :