আগামী ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন করা হবে বলে জানিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।
বুধবার (১ জুন) গণভবনে দলের উপদেষ্টাদের সাথে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ বিকেল ৪টা ১৫ মিনিটে গণভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকের সূচনা বক্তব্যে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কথা উল্লেখ করে দলটির সভাপতি শেখ হাসিনা বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই সম্মেলন করা হবে।
বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা, ১৫ আগস্টের শহীদ এবং প্রয়াত উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
একুশে সংবাদ.কম/জ.ন.জা.হা
আপনার মতামত লিখুন :