বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়েছে।
সভাপতি হিসেবে আগের কমিটির সাধারণ সম্পাদক পদে থাকা শাহ আলমকে বেছে নেওয়া হয়েছে। আর সাধারণ সম্পাদক হিসেবে বেছে নেওয়া হয়েছে আগের কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্সকে।
শুক্রবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে দলের কার্যালয়ে নির্বাচিত ৪৩ কেন্দ্রীয় সদস্যের বৈঠকের পর গোপন ব্যালটের মাধ্যমে দলটির নতুন এ নেতৃত্ব নির্বাচন করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি চার দিনের কংগ্রেসে শেষ হওয়ার পর ১ মার্চ সকালে সিপিবির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার নবনির্বাচিত কমিটির সদস্যরা বৈঠক করবেন। ওই বৈঠকেই পার্টির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি, সাধারণ সম্পাদক, প্রেসিডিয়ামসহ নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
একুশে সংবাদ /এসএম
আপনার মতামত লিখুন :