স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সোমবার শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ। প্রথম দিনে দেশের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির সাথে সংলাপে বসছেন রাষ্ট্রপতি।
সোমবার বিকেলে চারটায় মঙ্গবভনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রথম দল হিসেবে সংলাপে বসতে যাচ্ছে সংসদের জাতীয় পার্টি। বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি জানান, নির্বাচন কমিশনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গেই রাষ্ট্রপতি আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন। খুব অল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে। এ লক্ষ্যে একদিনে একাধিক দলের সঙ্গেও বৈঠক হতে পারে এমন ইঙ্গিত মিলেছে বঙ্গভবন থেকে। মঙ্গলবার বৈঠক হবে জাতীয় সমাজতান্ত্রিক দলের- জাসদ (ইনু) সঙ্গে। মাঝামাঝি পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপ।
জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবুল হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা ও অ্যাডভোকেট সালমা ইসলাম।
একুশে সংবাদ/এসএস/
আপনার মতামত লিখুন :