AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে প্রধান শিক্ষক আব্দুস ছাত্তারের অবসরজনিত বিদায় সংবর্ধনা



উলিপুরে প্রধান শিক্ষক আব্দুস ছাত্তারের অবসরজনিত বিদায় সংবর্ধনা

কুড়িগ্রামের উলিপুরে নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার দীর্ঘ ২৯ বছরের শিক্ষক জীবনের ইতি টেনে অবসরে গেলেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আবেগঘন বিদায় সংবর্ধনার মাধ্যমে শেষ কর্মদিবস পালন করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় মানুষজন। কম্পিউটার শিক্ষক ফজলুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন, এবং সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ ফারুক। সহকর্মী শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন এবং প্রধান শিক্ষককে ফুল, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করে বিদায় জানান।

আব্দুস ছাত্তার ১৯৯৬ সালের ২ জুলাই প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। বিদায় মুহূর্তে তিনি বলেন, “এই বিদ্যালয় ও এলাকার মানুষের ভালোবাসার জন্য আমি অভিভূত। আমার দীর্ঘ কর্মজীবনে অনেক কঠিন সময় পার করেছি, কিন্তু সততা ও ধৈর্য ধরে দায়িত্ব পালন করে আজ আমি অবসর গ্রহণ করছি। আমার দোয়া, এই এলাকার সন্তানরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে মানুষ হিসেবে গড়ে উঠুক।”

বিদ্যালয়ের চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ ফারুক বলেন, “আব্দুস ছাত্তার ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল। তাঁর অবদানের ফলে বিদ্যালয় আজ সাফল্য অর্জন করেছে। তাকে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করব।”

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!