নির্বাচন কমিশনে (ইসি) বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব দিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল সোবহান গোলাপ এমপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই হিসাব জমা দেন।
আজ রোববার (২৯ আগস্ট) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে জমা দেওয়া বার্ষিক আয়-ব্যয় ও লেনদেন প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
গত বছর দলটির মোট আয় ছিলো ১০ কোটি ৩৩ লক্ষ ৪৩ হাজার ৫৩৩ টাকা। যা ২০১৯ এর তুলনায় ১০ কোটি ৬৮ লক্ষ ৯৭ হাজার ৭৯৭ টাকা কম। অর্থাৎ ২০১৯ সালের তুলনায় ৫১ শতাংশ আয় কমেছে তাদের। আর মোট ব্যয় হয়েছে ৯ কোটি ৯৪ লক্ষ ৪৯ হাজার ৯৩১ টাকা। অর্থাৎ ২০১৯ এর তুলনায় ব্যয় বেড়েছে ২১ শতাংশ।
ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দফতর সম্পাদক সায়েম খান।
একুশে সংবাদ/বাবু
আপনার মতামত লিখুন :