বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ৷
আজ রবিবার (৮ আগস্ট) সকালে বনানী রাজধানীর কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্রাচার্যসহ সংগঠনটির নেতাকর্মীরা। এসময় বঙ্গমাতা ফজিলাতুন্নেছার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এছাড়াও ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৩০ সালের ৮ আগস্ট। গোপালগঞ্জের অজপাড়া গাঁ টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন ফজিলাতুন্নেসা। বাবা শেখ জহুরুল হক এবং মা হোসনে আরা বেগমের তিন সন্তানের সবচেয়ে ছোট ফজিলাতুন্নেসা। মা বাবা আদর করে ডাকতেন রেণু।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শৈশব থেকেই তাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলেন বঙ্গবন্ধু। মৃত্যুর আগ পর্যন্ত যোগ্য সহযোদ্ধা হিসেবে পাশে ছিলেন মহীয়সী এই নারী। যে কারণে রাজনৈতিক জীবনে সফল হয়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিতে পেরেছিলেন বঙ্গবন্ধু।
একুশে সংবাদ/তাওহীদ/প
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
