আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে একটি সংসদীয় আসনের উপনির্বাচন এবং স্থানীয় সরকার পর্যায়ে বেশ কয়েকটি পৌরসভা ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে।
শনিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১০টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই যৌথ সভা শুরু হয়।
৩ মার্চ নির্বাচন কমিশন লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন, ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ইতিমধ্যে আওয়ামী লীগ এসব নির্বাচনের জন্য ৫ মার্চ থেকে মনোনয়ন ফরম বিতরণ করছে। এসব নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
একুশেসংবাদ/রাফি/অমৃ
আপনার মতামত লিখুন :