বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের সূত্রধরে তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, দেশ অনেক এগিয়েছে কিন্তু বিএনপির দলাদলি ও নেতিবাচক রাজনীতি না থাকলে দেশ আরো এগিয়ে যেতো।
তিনি আজ জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সদ্যপ্রয়াত বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের স্মরণসভা অনুষ্ঠানে এ কথা বলেন। এসময় তথ্যমন্ত্রী বলেন, মুস্তাক আহমেদের মৃত্যু অনভিপ্রেত কিন্তু এটা নিয়ে মাঠ গরম করার অপচেষ্টা আরো অনভিপ্রেত।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কন্ঠ শিল্পী রফিকুল আলম, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, চিত্তরঞ্জন দাস, এম এ করিম, এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানাসহ সংগঠনের নেতৃবৃন্দরা বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের প্রতি স্মৃতিচারণ করেন।
একুশেসংবাদ/অমৃ
আপনার মতামত লিখুন :