AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমরেড সিরাজুল ইসলাম শেখের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:৩৫ পিএম, ৩০ নভেম্বর, ২০২০
কমরেড সিরাজুল ইসলাম শেখের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি আজ সোমবার এক শোকবার্তায় পার্টির কেন্দ্রীয় কমিটি সদস্য ও চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি কমরেড সিরাজুল ইসলাম শেখের মুত্যৃতে গভীর শোক প্রকাশ করেছেন। কমরেড সিরাজুল ইসলাম গত ১০দিন ধরে ‘মস্তিস্কে স্ট্রোকে’ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থা আজ রাতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি একছেলে, দুই মেয়ে অসংখ্য পার্টি কর্মী ও ভক্ত অনুরাগী রেখে গেছেন। গত এক বছর পূর্বে একই রোগে আক্রান্ত হয়ে তার স্ত্রী মৃত্যুবরণ করেন। 

নব্বই দশকে চুয়াডাঙ্গা অঞ্চলে সন্ত্রাসীদের আক্রমনে একে পর এক পার্টির প্রথম সারির নেতাদের হত্যা করা হলে কমরেড সিরাজুল ইসলাম শেখ অত্যন্ত সাহসীকতার সাথে পার্টিকে রক্ষা ও নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হন। তিনি ছিলেন শোষনমুক্ত, বৈষম্যহীন ও সাম্যবাদ প্রতিষ্ঠার নিষ্ঠাবান একজন সংগঠক। তার মৃত্যুতে পার্টি একজন বিপ্লবী নেতাকে হারালো। কৃষক ও শ্রমজীবি মানুষ হারালো একজন দরদী মানুষকে, যা পার্টির জন্য অপূরনীয় ক্ষতি। বিবৃতিতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

একুশে সংবাদ/এআরএম

Link copied!