ঢাকার ধামরাইয়ের কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় স্থিতিশীল থাকলেও উচ্চমূল্য নিয়ে ভোক্তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। বিক্রেতারা বলছেন, কয়েক সপ্তাহ আগে যে বাড়তি দাম উঠেছিল, এখনও সেই দামেই বাজার চলছে। তারা সরবরাহ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
ধামরাইয়ের বড় বাজার, কালামপুর, ধানতারা, হাতকোড়া, বারবাড়িয়া, কাওয়ালীপাড়া ও বাথুলিসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে এ তথ্য জানা গেছে।
চালের বাজারে দেখা গেছে, ২৯ জাতের চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকায়, পোলাও চাল ১২০ টাকা, খোলা আটা ৪৫ টাকা এবং প্যাকেট আটা ৫৫ টাকা কেজি দরে। গত সপ্তাহেও দাম একই ছিল।
সবজির বাজারে আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০-২৫ টাকায়, পেয়াজ ৭৫ টাকা (গত সপ্তাহে ছিল ৮০), কাঁচা মরিচ ২২০ টাকা (গত সপ্তাহে ১৬০), শিম ১৬০ টাকা (গত সপ্তাহে ২০০), করলা ৯০ টাকা (কমেছে), আর টমেটো ১১০-১৩০ টাকা (দাম অপরিবর্তিত)।
মশলার বাজারেও স্থিতিশীলতা রয়েছে। রসুন ১৫০ টাকা, আদা ১৫০-১৬০ টাকা, এলাচ ৫৫০০ টাকা, দারচিনি ৫৫০ টাকা এবং লং ১৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছ ও মাংসের বাজারেও গত সপ্তাহের তুলনায় দামের তেমন পরিবর্তন নেই বলে জানিয়েছেন বিক্রেতারা।
তবে ভোক্তারা বলছেন, দাম স্থিতিশীল হলেও তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। তারা দ্রুত নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।
এদিকে বাজার ঘুরে দেখা গেছে, ধামরাইয়ের কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি তেমন চোখে পড়েনি।
একুশে সংবাদ/ঢা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

