রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হলে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগেই অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক-পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, “জাতীয় নির্বাচন আগে হবে, না স্থানীয় সরকার নির্বাচন—তা রাজনৈতিক দলগুলোর সম্মিলিত মতের ওপর নির্ভর করবে।”
তিনি আরও জানান, এখন থেকে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হবে।
এর আগে দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত চারটি সংশোধনী আইন উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে। এসব সংশোধনীর মাধ্যমেই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল করা হয়েছে।
একুশে সংবাদ/স.ট/এ.জে