AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কর্মস্থলে অনুপস্থিতির দায়ে আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০১ পিএম, ১৩ জুলাই, ২০২৫

কর্মস্থলে অনুপস্থিতির দায়ে আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

সরকার পতনের পর পুলিশের ভেঙে পড়া কাঠামোর প্রেক্ষিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা আরও চার পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। এসব প্রজ্ঞাপনে ১২ জুলাই স্বাক্ষর করেন উপসচিব নাসিমুল গনি।

নতুন বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রওশানুল হক সৈকত (বর্তমানে র‌্যাবে বদলির আদেশপ্রাপ্ত), ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. গোলাম রুহানী এবং ডিএমপির মিরপুর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ।

প্রজ্ঞাপনে বলা হয়, এডিসি রওশানুল হক সৈকত ২০২৩ সালের ২৫ আগস্ট, তৌহিদুল ইসলাম ১০ সেপ্টেম্বর, গোলাম রুহানী ১১ আগস্ট এবং মফিজুর রহমান পলাশ ৬ আগস্ট থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ অনুযায়ী তারা ‘পলায়ন’ এবং ‘অসদাচরণ’-এর দায়ে অভিযুক্ত।

এদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিয়ে অনুপস্থিতির দিন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এই নিয়ে গত ৫ আগস্টের পর থেকে অনুপস্থিত থাকার দায়ে এখন পর্যন্ত ২১ পুলিশ কর্মকর্তা বরখাস্ত হলেন।

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!