রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১২ জুলাই) পুরান ঢাকার মিল ব্যারাকে রেঞ্জ রিজার্ভ ফোর্স ও ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এমন বর্বরতা কোনো সভ্য সমাজে কাম্য নয়। ইতোমধ্যে এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, গতরাতেও একজন ধরা পড়েছে। র্যাব ও মেট্রোপলিটন পুলিশের অভিযানে অস্ত্রসহ কয়েকজন আটক হয়েছে। ডিবিও ঘটনাটি নিয়ে সক্রিয় রয়েছে।”
তিনি বলেন, “আমরা খুবই অসহিষ্ণু হয়ে গেছি। এই সহিংসতা রোধে সমাজের প্রতিটি স্তরের দায়িত্বশীলদের—শিক্ষক, চিকিৎসক, অভিভাবক, সবার এগিয়ে আসতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “অনেকে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর হচ্ছে না। তবে কঠোর না হলে এত অল্প সময়ে কীভাবে পাঁচজন ধরা পড়ে? কাঠমান্ডু ফ্লাইটের বোমা আতঙ্কে জড়িত নারীকে গ্রেপ্তার করা হয়েছে, পরামর্শদাতাকেও আইনের আওতায় আনা হয়েছে। চাঁদপুরের ঘটনাতেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি যোগ করেন, “কোনো ঘটনায় দেরি হলেও তা কখনোই অবহেলা নয়। আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও তৎপরতা নিয়ে কাজ করছি।”
একুশে সংবাদ/ঢ.প/এ.জে