AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকারপ্রধান হিসেবে প্রথমবার নিজ এলাকায় যাচ্ছেন ড. ইউনূস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪২ পিএম, ১৩ মে, ২০২৫

সরকারপ্রধান হিসেবে প্রথমবার নিজ এলাকায় যাচ্ছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জন্মভূমি চট্টগ্রাম সফরে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৪ মে) তার এ সফরে দিনব্যাপী বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সফরের শুরুতে ড. ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর তিনি হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে নিজের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন।

সফরের অংশ হিসেবে তিনি চট্টগ্রাম বন্দর পরিদর্শন করবেন এবং বন্দরের এনসিটি-৫ প্রাঙ্গণে আয়োজিত একটি সভায় অংশ নেবেন। সেখানে বন্দর ও জাহাজ চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী সংগঠন ও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

দিবসের শেষাংশে ড. ইউনূস চট্টগ্রাম সার্কিট হাউসে গিয়ে কর্ণফুলী নদীর ওপর বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। নতুন সেতুটি বোয়ালখালী, পটিয়া এবং কর্ণফুলীর দক্ষিণ তীরের মানুষদের জন্য দীর্ঘদিনের একটি দাবি।

স্থানীয় সূত্র জানিয়েছে, প্রায় দেড় যুগ পর ড. ইউনূস গ্রামের বাড়ি যাচ্ছেন। তার পরিবার নগরীর পাঁচলাইশ থানার নিরিবিলি এলাকায় প্রায় ৫০-৬০ বছর ধরে বসবাস করছেন।

চট্টগ্রামবাসীর কাছে এ সফরকে একটি ঐতিহাসিক উপলক্ষ হিসেবেই দেখা হচ্ছে।

 

একুশে সংবাদ/ আ.ট/এ.জে
 

Shwapno
Link copied!