পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগার থেকে ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
শনিবার (২৯ মার্চ) কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,"ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন কারাগার থেকে মোট ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ২২ জনকে ৫৭৯ ধারায় সরকারের নিয়ম অনুযায়ী মুক্তি দেওয়া হয়েছে, আর ভালো আচরণের জন্য আরও দুইজন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।"
বন্দিদের মুক্তি কার্যক্রম
মোট মুক্তিপ্রাপ্ত বন্দি: ২৪ জন
সরকারের নিয়ম অনুযায়ী মুক্তি: ২২ জন
ভালো আচরণের ভিত্তিতে মুক্তি: ২ জন
মুক্তি পাওয়া সকল বন্দি ইতোমধ্যেই কারাগার ছেড়ে গেছেন এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন।
একুশে সংবাদ//আ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

