বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্যরাতে হাসপাতালে নেওয়া হবে।
বুধবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১টায় তাকে হাসপাতালে নেওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়াকে আজ (বৃহস্পতিবার) রাত ১টার দিকে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে নেওয়ার কথা রয়েছে।
চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন বলেও জানান তিনি।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

