কোটার বিষয়ে উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের রাস্তাঘাট বন্ধ করার মতো কর্মসূচি পরিহার করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে আদালত রায় দেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
সোমবার (৮ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সরকার ২০১৮ সালে পরিপত্র জারি করে কোটা বাতিল করেছিল জানিয়ে তিনি বলেন, গত জুনে ৭ জন মুক্তিযোদ্ধার সন্তান আদালতে গেলে কোটা পুর্নবহাল করেন আদালত। এটা উচ্চ আদালতে বিচারাধীন। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত মানুষের ভোগান্তি করে রাস্তাঘাট বন্ধ করার পথ পরিহার করা উচিত। আশা করি, দেশের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় দেবেন আদালত।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ও সমমনারা কোটা আন্দোলনে প্রকাশ্যে ভর করেছে। এর রাজনৈতিক রং বলার অপেক্ষা রাখে না। এটা কোনো ষড়যন্ত্র আছে কি না তা আন্দোলনের গতিধারায় সময় বলে দেবে।
ওবায়দুল কাদের জানান, আদালতের রায়ের বিরুদ্ধে কোনো আন্দোলনে রাজনৈতিক দল সমর্থন করতে পারে না।
তিনি বলেন, বিএনপি সরকার পতনের অনেক তারিখ দিয়েছে। সেটা তাদের দিবাস্বপ্ন। আওয়ামী লীগ কোনো ঠুনকো দল নয় যে টোকা দিলে পড়ে যাবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :