AB Bank
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যালট ছাপাতে ৩৩ কোটি টাকা দেয়া হয়েছে: অশোক কুমার


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪:১৮ পিএম, ১৯ ডিসেম্বর, ২০২৩
ব্যালট ছাপাতে ৩৩ কোটি টাকা দেয়া হয়েছে: অশোক কুমার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপাতে প্রাথমিকভাবে ৩৩ কোটি টাকার বাজেট দেয়া হয়েছে। এরই মধ্যে ব্যালট পেপার ছাপানোর কাজও শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আশোক কুমার দেবনাথ বলেন, ‘ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হয়েছে। ব্যালট পেপার ছাপানোর জন্য ৩৩ কোটি বাজেট দেওয়া হয়েছে। ১২ কোটি ব্যালট ছাপা হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যালট পেপার ছাপানোর কাজ শেষ হবে।’

তিনি বলেন, ‘নিরাপত্তা সহযোগে ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে যাবে। ইতোমধ্যে সবগুলো নির্বাচনী সামগ্রী আমরা পেয়েছি।  সেগুলো এলাকায় পৌঁছে গেছে। অল্প কিছু সামগ্রী আছে, যা আগামী দুই-এক দিনের মধ্যে চলে যাবে’।

আশোক কুমার বলেন, ‘প্রার্থীদের তালিকা পেয়েছি। অনেকের নামে এখনও মামলা চলমান। প্রায় ৪০টির বেশি আসনে মামলা রয়েছে। মামলা নিস্পত্তি না হওয়ায় এসব এলাকার ব্যালট ছাপানো হবে পরে’।

প্রচারণার জন্য রাস্তাঘাট নষ্ট হচ্ছে; এ বিষয়ে কমিশনের করণীয় জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের নির্বাচনী আচরণ বিধি আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন। আচরণবিধি লঙ্ঘন হলে তারা ব্যবস্থা নেবেন।’


একশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!