AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আসন্ন নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি নির্মূল বড় চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩০ পিএম, ২ অক্টোবর, ২০২৩

আসন্ন নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি নির্মূল বড় চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি নির্মূল বড় চ্যালেঞ্জ। তাছাড়া বর্তমানে অপরাধের ধরন বদলে গেছে বলেও জানান তিনি।

 

সোমবার (২ অক্টোবর) সকালে রাজধানীতে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

 

তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচিতে নিয়ম না মানলে পুলিশ কঠোর হবে।

 

পুলিশের নিয়মিত কাজের চেয়ে অন্যান্য কাজ বেশি করতে হয়। এখন সাইবার অপরাধ বাড়ছে, পুলিশে সেই অনুযায়ী নজরদারি বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। 

 

তিনি বলেন, যানজট ঢাকা শহরের বড় সমস্যা। বর্তমানে মাদক সমস্যাও রয়েছে। এগুলো নির্মূলে কাজ করবে ডিএমপি। 

 

নতুন কমিশনার বলেন, উন্নত দেশের পুলিশের চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আধুনিক। বিট, কমিউনিটি পুলিশের সঙ্গে ঢাকাকে শৃঙ্খল নগরী হিসাবে গড়ে তুলতে ডিএমপি বদ্ধপরিকর। 

 

তিনি বলেন, থানার সেবা আরও জোরদার করা হবে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সুষ্ঠু, সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানে কাজ করবে পুলিশ। 

 

যুক্তরাষ্ট্রের ভিসা নীতির বিষয়ে এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, একটি দেশের ভিসা নীতি কী হবে এটা তাদের বিষয়। এর জন্য পুলিশের ভেতরে কোনো উদ্বেগ নেই। 

 

একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা

Link copied!