AB Bank
ঢাকা বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এলপিজির দামের লাগাম টানতে মাঠে কমিশন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪৪ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২৩
এলপিজির দামের লাগাম টানতে মাঠে কমিশন

বাজারে এলপিজির দাম সরকার নির্ধারণ করে দেয়। কিন্তু সেই দামে এলপিজি পায় না ভোক্তারা। বিইআরসি নির্ধারিত দাম পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা মানছে না। তারা নিজেদের মতো করে গ্রাহকদের কাছ থেকে দাম আদায় করছে। এজন্য বিইআরসির একটি মনিটরিং কমিটিও রয়েছে।

 

ডিলার, পাইকারি আর খুচরা ব্যবসায়ীদের অতি মুনাফায় ঠকছে গ্রাহক। দীর্ঘদিন এমনি অনিয়ম চলতে থাকলেও  কোন সুরাহা হয়নি।

 

এবারে এলপিজি সিন্ডিকেটের লাগাম টানতে সম্প্রতি মাঠে নামলো স্বয়ং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশন চেয়ারম্যান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা অথবা কোম্পানি যেই বেশি দাম নেবে তাকেই জরিমানা করবো।

 

প্রতিমাসে এলপিজির দাম নির্ধারণ করে দেয় কমিশন। কিন্তু বাজারে বেশিরভাগ সময় নির্ধারিত দামে এলপিজি পাওয়া যায় না। এরই পরিপ্রেক্ষিতে এবার মাঠে নেমেছেন তারা।

 

শনিবার (৯ সেপ্টেম্বর) গাজীপুরে একজন খুচরা এবং একজন পাইকারি দোকানদারকে জরিমানা করেছে বিইআরসি গঠিত কমিটি। গত কয়েক দিনে ৬ জনকে জরিমানা করা হয়েছে। গত সপ্তাহে নারায়ণগঞ্জে দুইজনকে, আগস্ট মাসের শেষ সপ্তাহে চাঁদপুরে দুইজনকে জরিমানা করা হয়।

 

চেয়ারম্যান নুরুল আমিন বলেন, এখন থেকে নিয়মিতভাবেই আমরা অভিযান পরিচালনা করবো। পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা অথবা কোম্পানি যেই বেশি দাম নেবে তাকেই আমরা জরিমানা করবো। মানুষ যদি আইনকানুন না মানে তাহলে আরও কঠোর হতে হবে।

 

তিনি জানান, আমরা এই কাজের জন্য একটি কমিটি করেছি। এই কমিটি নিয়মিত অভিযান শুরু করেছে। একইসঙ্গে আমরা ভোক্তা অধিকারকে চিঠি দিয়েছি তারাও যেন অভিযানে নামে। এ ছাড়া ডিসিদের মাধ্যমেও প্রতিটি জেলায় বিইআরসি ঘোষিত দাম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

বেশি দামে বিক্রি করায় ইতোমধ্যে ইউনাইটেড, বসুন্ধরা, ওমেরা ও প্রিমিয়ার এলপিজি কোম্পানিকে শোকজ করাপ হয়েছে। তারা জবাব দেওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রসঙ্গত, ২০২১ সালের শুরুতে আদালতের নির্দেশে কমিশন এলপিজির দাম নির্ধারণে গণশুনানি করে। এরপর ওই বছরের এপ্রিল মাসে প্রথমবারের মতো সরকারি-বেসরকারি এলপিজির দাম নির্ধারণ করে দেয় কমিশন।

 

বেসরকারিভাবে সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী বাংলাদেশ এলপিজি আমদানি করে। প্রতিমাসেই বদলে যায় এই দাম। সেই দামের ওপর নির্ভর করে চলতি মাস পর্যন্ত প্রতিমাসেই এলপিজির দাম নির্ধারণ করে দেয় কমিশন।

 

সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর এই দাম ঘোষণা করে তারা। প্রতি কেজি এলপিজির দাম ১০৭ টাকা ০১ পয়সা হিসেবে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১২৮৪ টাকা, যা আগস্ট মাসে ছিল ১১৪০ টাকা। এর আগের মাসে অর্থাৎ গত জুলাই মাসে ছিল ৯৯৯ টাকা। অপরদিকে একইভাবে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে।

 

একুশে সংবাদ/ম.আ.প্র/জাহা

Link copied!