AB Bank
ঢাকা মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সর্বজনীন পেনশন: তিনদিনে ৪০ হাজার আবেদন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:০৬ পিএম, ২০ আগস্ট, ২০২৩
সর্বজনীন পেনশন: তিনদিনে ৪০ হাজার আবেদন

সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশের মানুষকে পেনশন ব্যবস্থার আওতায় আনতে সরকারের সর্বজনীন পেনশন কর্মসূচি চালুর প্রথম তিনদিনে প্রায় ৪০ হাজার আবেদনকারী অনলাইনে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে প্রায় সাড়ে চার হাজার আবেদনকারী চাঁদা জমা দিয়ে আবেদনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছেন। জমা দেওয়া চাঁদার পরিমাণ দাঁড়িয়েছে দুই কোটি টাকার বেশি।

 

রোববার অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার থেকে চারটি স্কিমে (প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা) সর্বজনীন পেনশন স্কিম চালু করে সরকার। ঐ দিন এ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, উদ্বোধনের পর প্রথম দিনই অনলাইনের মাধ্যমে প্রায় ৮ হাজার আবেদনকারী সর্বজনীন পেনশনের জন্য নিবন্ধন করেন। এছড়া চাঁদা পরিশোধ করেন ১ হাজার ৭০০ জন। শুক্র ও শনিবার আরো ৩০ হাজারের বেশি মানুষ অনলাইনে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে দুই হাজার ৫০০ জনের বেশি চাঁদা পরিশোধ করেছেন।

 

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সর্বজনীন পেনশন স্কিম চালুর পর ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। প্রথম তিনদিনেই প্রায় ৪০ হাজার আবেদন পড়েছে। এরই মধ্যে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, তাতে সুষ্ঠু তদারকির জন্য দ্রুত জনবল বাড়াতে হবে।

 

সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা বলেন, সর্বজনীন পেনশন স্কিমে শুরুতে খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে। প্রথম তিনদিনে অর্থাৎ শনিবার পর্যন্ত ৩৯ হাজার ৯৫৭ জন নিবন্ধন করেছেন এবং চাঁদা জমা দিয়েছেন চার হাজার ৩৯০ জন। তিনদিনে মোট চাঁদার পরিমাণ দাঁড়িয়েছে দুই কোটি ১৫ লাখ ৫৯ হাজার টাকা।

 

একুশে সংবাদ.কম/এসএপি

Link copied!