ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন খান বলেছেন, ‘ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচন সুষ্ঠু হয়েছে।’
সোমবার (১৭ জুলাই) বিকেলে ভোট গ্রহণ শেষে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হিরো আলমের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, ‘একজন প্রার্থী কেন্দ্রটিতে আসলে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে কেন্দ্রের বাহিরে নিয়ে যায়।’
এর আগে বিকেল তিনটার দিকে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হন। তাকে রামপুরায় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
একুশে সংবাদ/এসএপি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

