আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ছুটি এক দিন বাড়ানোর জন্য সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার (১৩ জুন) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ঈদের সময় মানুষ যেন সহজে গ্রামে যেতে পারে সে জন্য আমরা ২৭ জুন থেকে ছুটির সুপারিশ করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রিসভা।
এর আগে ঈদুল ফিতরেও একদিন ছুটি বাড়িয়েছিল সরকার।
এছাড়া কোরবানির পশুর হাট কোনোভাবেই যেন রাস্তায় বসতে না পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে বলেছে কমিটি। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

