AB Bank
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহে মূল্য নির্ধারণ


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০২:৩৮ পিএম, ১৩ এপ্রিল, ২০২৩
বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহে মূল্য নির্ধারণ

আসন্ন বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহে সরকারি দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

 

সভাশেষে বিস্তারিত তুলে ধরে খাদ্যমন্ত্রী বলেন, ‘সভায় আসন্ন বোরো সংগ্রহ-২০২৩ মৌসুমে ৪ লাখ টন ধান, সাড়ে ১২ লাখ টন সিদ্ধ চাল এবং ১ লাখ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অভ্যন্তরীণ সংগ্রহ ৭ মে শুরু হবে। আর তা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

 

ধান ও চালের সরকারি দর নির্ধারণের বিষয়ে তিনি বলেন, ‘প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। এছাড়া সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকায় কেনা হবে।’

 

২০২২ সালে বোরো সংগ্রহ মৌসুমে ধান, চাল ও গমের মূল্য ছিল যথাক্রমে ২৭ টাকা, ৪০ টাকা এবং ২৮ টাকা।

 

সভায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম অংশ নেন। এছাড়া  মন্ত্রিপরিষদ সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ.কম/আ.জ.প্র/জাহাঙ্গীর

Link copied!