AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনে ডিসিদের ভূমিকা পালন করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:০৯ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৩

নির্বাচনে ডিসিদের ভূমিকা পালন করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

আসন্ন নির্বাচনে নিজেদের ভূমিকা যথাযথভাবে পালন ও জাতিকে সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসকদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ডিসি সম্মেলনের শেষ দিনে জেলা প্রশাসকদের এ নির্দেশনা দেন তিনি। 

 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অবাধ নির্বাচনে ডিসিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় তাদের অভিজ্ঞতা রয়েছে। সেই আলোকে তারা একটি সুন্দর নির্বাচন উপহার দতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে পারবে। সুষ্ঠু  নির্বাচনের জন্য প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী একসাথে কাজ করতে হবে, এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে ডিসিদের।  


তিনি আরও জানান, বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ।  নিজেদের অভিজ্ঞতা এবং দক্ষতার পরিচয় দিয়ে তারা বিভিন্ন ক্রাইসিস (সংকট) মোকাবিলা করে।


রোহিঙ্গা সমস্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জংগীবাদে জড়িয়ে ফেলা অনেকটা সহজ। কারন তারা সবকিছু হারিয়ে অনেকটা অসহায়ের মতো জীবনযাপন করেন। তাই এ ব্যাপারে সচেতন থাকতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে।


প্রসঙ্গত, মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে তিন দিনব্যাপী বার্ষিক জেলা প্রশাসক সম্মেলন-২০২৩ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়  খাদ্য উৎপাদন বৃদ্ধিসহ জেলা প্রশাসকদের ২৫টি নির্দেশনা বাস্তবায়নে তাগিদ দেন তিনি।  

 

একুশে সংবাদ.কম/স.ট.প্র/জাহাঙ্গীর

Shwapno
Link copied!