AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ


Ekushey Sangbad
উপজেলা প্রতিনিধি
০৬:১৫ পিএম, ২৩ অক্টোবর, ২০২১
বাউফলে হিন্দু বৌদ্ধ  খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ

সারাদেশে হিন্দু সম্প্রদায়ের মন্দির বাড়িঘর ভাংচুর অগ্নিসংযোগ লুটপাট হত্যা ধর্ষনের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে পটুয়াখালীর বাউফল উপজেলা হিন্দু বৌদ্ধু খ্রিস্টান ঐক্য পরিষদ। 

আজ শনিবার সকাল ১০টায় বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা বাঙালী। অসম্প্রদায়িক স্বপ্নে গড়া সোনার বাঙলায় সাম্প্রদায়িক গোষ্ঠীর ঠাঁই হতে পারেনা। অপরাধ সম্প্রদায়ের ভিত্তিতে হয়না। অপরাধী যেই হোক, দেশীয় আইনে বিচার হবে। কিন্তু বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে মিথ্যা রটনা ও উষ্কানী সৃষ্টি করে উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠী নিজের কু-মতবাদ চরিতার্থ করেছে। এদের আইনের আওতায় এনে অতিদ্রæত বিচার দাবী করছি। হিন্দু বৌদ্ধু খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে ও 

সাংগঠনিক সম্পাদক উত্তম গাঙ্গুলীর সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধীর রঞ্জন দাস, পুজা উৎযাপন কমিটির সভাপতি সনজিৎ সাহা সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল, সহ সভাপতি সাংবাদিক জিতেন্দ্র নাথ রায়, সিনিয়র সভাপতি ও কাউন্সিলর সংকর পাল, সাংগঠনিক সম্পাদক সংকর বনিক, ইসকন মন্দির বাউফল উপজেলা সাধারণ সম্পাদক মিঠুন বনিক, পুজারি জগবন্ধু দাস ও কর্পূরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ।

একুশে সংবাদ / এবি/এএমটি
 

Link copied!