AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুর্নীতির রাজ্য


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:১৯ পিএম, ৯ মে, ২০২৫

দুর্নীতির রাজ্য

দুর্নীতির রাজ্য

মোঃ ফারহান সাদিক রিফাত
 

স্বপ্ন ছিল সোনার মতো, নীল আকাশে আঁকা,
সেই স্বপ্ন আজ ধুলায় মাখা—মিথ্যের পঙ্কে ফাঁকা।
বিবেক মরে ক্ষমতার হাঁসিতে, বিবর্ণ হয় আদর্শ,
দুর্নীতির থাবায় গিলে খায় শত বছরের বিশ্বাস।

হাত তুলে শপথ নেয় যারা জনতার সেবক হয়ে,
রাত্রির আঁধারে তারাই বেচে—পথ, নদী, ভূমি যেয়ে।
দস্তখত হয় নিলামের কালি, পদবী হয়ে ওঠে দায়,
সৎ মানুষের চোখের ভাষায় নীরব রক্ত ঝরায়।

তাদের গলায় ঝুলে থাকে দেশের পতাকা বাঁধা,
কিন্তু অন্তরে জমে থাকে লোভের কালো কাঁধা।
নগরজুড়ে বিলি হয় লাজ, দামে দামে মান বেচা,
মায়ের মতো মাতৃভূমি যেন পদে পদে অপমান করা মেয়ে।

আকাশে ওড়ে উন্নয়নের ঘুড়ি, নিচে পড়ে ছিন্ন শপথ,
ধর্ম, দল, লালসা মিলে—রচে দুর্নীতির একচেটিয়া মঞ্চ।
আদালতে রায় হয় দেরি, ফাইল ঘুমায় চুপ,
আইনের চোখ বাঁধা থাকে, ন্যায়ের ঘরে নেই কোনো রূপ।

তবু একদিন—ঘুম ভাঙবে, উঠবে যে ঝড়,
পুড়ে যাবে সব কালো মুখোশ, ফিরবে ন্যায় আবার।
তরুণ হৃদয়ে জ্বলবে আগুন, চোখে দৃষ্টির দীপ্তি,
গান হবে শপথ, কণ্ঠ হবে অস্ত্র, দুর্নীতির হবে ভীতি।

এই দেশ কারো পৈতৃক ধন নয়—এ মাটি জনতার,
এ আকাশও আমাদের, তাই যারা বেচে দেয় দেশ,
তাদের মুখোশ খোলো—
এটাই হোক প্রজন্মের পবিত্র প্রতিজ্ঞা, প্রতিরোধের ছলো।

 

লেখা: মোঃ ফারহান সাদিক রিফাত
শ্রেণি: নবম,রংপুর জিলা স্কুল, রংপুর

 

 


একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!