AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমি ভীষণ প্রতিশোধপরায়ণ


Ekushey Sangbad
প্রিয়াঙ্কা কুন্ডু
০৯:৩২ পিএম, ১৪ জুন, ২০২৪

আমি ভীষণ প্রতিশোধপরায়ণ

                                                           আমি ভীষণ প্রতিশোধপরায়ণ 
                                                           প্রিয়াঙ্কা কুন্ডু (কলকাতা, ভারত থেকে)

 

কেউ কেউ আমাকে আঘাত করেছে, 
আমাকে ব্যথিত করেছে, 
প্রচণ্ড জোরালোভাবে চুরমার করেছে।
কেউ কেউ আবার বুকে জড়িয়ে নিয়েও 
পিঠে বসিয়ে দিয়েছে ধারালো তরবারি।
আমাকে টুকরো টুকরো করে ভাসিয়েছে, 
কখনো বা ক্রোধের আগুনে জ্বালিয়েছে।


আমি ঠিকই আঘাত পেয়েছি। 
আমি ঠিকই ব্যথিত, চুরমার হয়ে খণ্ড খণ্ড টুকরোর মতো

ভেসে বেরিয়েছি বেদনায়। 
অবশেষে..
তাদের দেয়া সেই সমস্ত কষ্ট, আঘাত, বেদনা 
আর হিংসার রোষানলগুলো জমিয়ে আমি 
ফিরে এসেছি ভীষণ প্রতিশোধপরায়ণ হয়ে।

 
ঠিক যতখানি আঘাত আমায় করেছে তারা, 
যতখানি আগুনে জ্বালিয়েছে আমায়, 
যতখানি কষ্টে করেছে চুরমার,
তারচেয়ে হাজারগুণ বেশি 
তারচেয়ে তীব্রতর, জোরালো, কঠোর 
ভালবাসা দিয়ে আমি তাদের ঝলসে দিয়েছি!

আসলে ব্যথিত মানুষের ভালবাসা ছাড়া কোনো
অস্ত্র থাকে না....
আসলে ভালবাসার চেয়ে কঠিন আর কোনো
প্রতিশোধ হয় না...।

 

তুমি চাবুক ছুঁড়ে বুকের পাঁজর বিধ্ব করো আমার
তবু প্রার্থনা তোমার জন্য, মঙ্গল হোক তোমার..

আমি ঘৃণার দামে ফুল দিয়ে যাব, 
প্রসন্ন প্রেম দিয়ে যাব আবার..।

 

Link copied!