জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৮০টি দুস্থ্য পরিবারের মাঝে নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ‘দোস্ট এইড বাংলাদেশ সোসাইটি’ টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী বিতরণ করেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাউসী বাঙ্গালী হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে দোস্ত এইড বাংলাদেশের হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা শামসুল হক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, এভারগ্রীন লাইফ জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক এড. আসিমুল ইসলাম, সরিষাবাড়ী পৌর যুবদলের সভাপতি রমজান আলী, সাংবাদিক রাইসুল ইসলাম খোকন, স্বপন মাহমুদ ও কামরুল ইসলাম। এছাড়া দোস্ট এইডের কর্মকর্তা শওকত মিয়া ও শেখ সাদীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উদ্যোগটির মাধ্যমে সরিষাবাড়ীর দূর্গম এলাকায় নিরাপদ পানির প্রবেশাধিকার বৃদ্ধির পাশাপাশি জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা হয়েছে।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
