AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উদার আকাশ প্রকাশনের কাব্যগ্রন্থ-প্রকাশ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:২৬ এএম, ২২ মে, ২০২১
উদার আকাশ প্রকাশনের কাব্যগ্রন্থ-প্রকাশ

উদার আকাশ সম্প্রতি প্রকাশ করেছেন দুটি কবিতার বই। সুব্রতা ঘোষ রায়ের ‘জল যেন কবিতা’ এবং প্রবীর ঘোষ রায়ের ‘কবির জন্য’।  করোনা-আবহে সবাই যখন ঘরবন্দি, প্রকাশক ফারুক আহমেদ তখন আয়োজন করলেন ভার্চুয়াল গুগল-মিটে বইদুটির উদ্বোধন অনুষ্ঠানের। পরিচালনায় বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ। ২১.০৫.২০২১, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত প্রায় দশটা পর্যন্ত দুই বাংলার পঞ্চাশজনের বেশি কবি, লেখক, সাহিত্যপ্রেমী মানুষ সক্রিয় ভাবে এই উদ্বোধন-অনুষ্ঠানে অংশগ্রগণ করেন। অনুষ্ঠানের সূচনা করেন প্রখ্যাত গবেষক ও প্রাবন্ধিক মইনুল হাসান। কবি-দম্পতি তাঁদের সদ্য-প্রকাশিত বইদুটি থেকে কবিতা পড়ে শোনান। আঞ্চলিক ভাষার কবিতা আবৃত্তি ক’রে আসর জমিয়ে দেন বোলপুরের মধুমিতা মণ্ডল। স্বরচিত কবিতা পাঠ করেন  লিটন রাকিব, মিতালি সরকার, ভার্গবী বসু, প্রবীর কুমার পাল, মোহাম্মদ শামসুল আলম, আরফিনা, ফারুক আহমেদ, শেখ আসিফ আকরাম, সুজাতা বাগচি ব্যানার্জি, ফারুক আব্দুল্লাহ, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। 

কবিতা আবৃত্তি করেন পিনাকী চট্টোপাধ্যায় ও শান্তনু কয়াল। একটি অণু-গল্প পড়ে শোনান বাংলাদেশ থেকে গল্পকার সোনিয়া তাসনিম খান। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন সুশান্ত রায় কর্মকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিতালী সরকার, পার্থ রায়, সুধানাথ চট্টোপাধ্যায়, দীপককুমার বড় পণ্ডা, লালন চন্দ্র মণ্ডল, মিণাক্ষী সরকার, নবনীতা বসু হক, সায়র ঘোষ রায়, আবু সৈয়দ, অনমিত্র বসু প্রমুখ বিশিষ্ট জনেরা। কবিতার বই-প্রকাশের এই আন্তর্জালিক অনুষ্ঠানটি শেষ পর্যন্ত হয়ে ওঠে একটি নিখাদ ঘরোয়া স্বতঃস্ফুর্ত সাহিত্যের আড্ডা। সূত্রধার ছিলেন সেখ আসিফ আকরাম ও উদার আকাশ পত্রিকা-প্রকাশনের সম্পাদক ফারুক আহমেদ।

 

একুশে সংবাদ/ফারুক/ব

Link copied!