AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুখের অবাঞ্ছিত লোম দূর করুন ঘরোয়া উপায়ে


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
১০:৪৮ পিএম, ২ মে, ২০২৩

মুখের অবাঞ্ছিত লোম দূর করুন ঘরোয়া উপায়ে

ঝকঝকে ত্বক কার না পছন্দ। সেটা যদি হয় গ্লাসের মতো চকচকে, তবে তো কথাই নেই। রূপচর্চায় গ্লাস স্কিন শব্দটি এখন বেশ জনপ্রিয়। তবে মাঝে মাঝে বিপত্তি ঘটায় মুখের অবাঞ্ছি লোম। তবে কিছু ঘরোয়া উপায় যদি মেনে চলা হয়, এর থেকে সহজেই মুক্তি মেলে।

 

১. উপটান: কিছু বেসন, হলুদের গুঁড়ো আর সরিষার তেল দিয়ে একটি উপটান বানিয়ে নিন। তারপর মুখের চুলের ওপর লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে তুলে ফেলুন। এ ট্রেডিশোনাল ঘরোয়া পদ্ধতির নিয়মিত ব্যবহার আপনার মুখের লোম অনেকটা কমে আসবে।

 

২. মুসুরির ডাল: সারা রাত ডাল ভিজিয়ে রাখুন। সকালে কাঁচা আলুর সঙ্গে ডাল বেঁটে ফেলুন। এর সঙ্গে লেবুর রস, হলুদ আর মধু মিশান। মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এ প্যাকটি মুখে লোম গজানোর প্রবণতা কমিয়ে আনে।

 

৩. চিনি ও বেসন: ১ কাপ পানি, ২ কাপ চিনি ও ১/৪ কাপ বেসন নিন। পানিতে চিনি গলিয়ে বেসন মিশিয়ে একটি পেস্ট বানান। তারপর মুখ পরিষ্কার করে পেস্টটি অ্যাপ্লাই করুন। তারপর তুলে ফেলার সময় হাতে অল্প পানি নিয়ে চুলের গ্রোথের বিপরীত দিকে স্ক্রাব করে তুলুন। এভাবে ২ মাস ধরে সপ্তাহে ১ বার করে করুন। মুখের চুলের রঙও হালকা হয়ে যাবে।

 

৪. টক দই: ২ টেবিল চামচ টক দই নিন এর সাথে বেসন এবং হলুদ মিশিয়ে পেস্ট বানান। মুখের লোম যুক্ত স্থানে লাগান। পরে শুকিয়ে গেলে স্ক্রাব করে ফেলুন। ধীরে ধীরে ঐ স্থানে লোম ওঠার প্রবণতা কমে আসবে।

৫. কমলার খোসা গুঁড়ো: কিছু কমলার খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। এরপর দই ও হলুদের সঙ্গে মিশিয়ে পেস্ট বানান। এই পেস্ট মুখে লাগান তারপর শুকিয়ে গেলে সার্কুলার মুভমেন্টে স্ক্রাব করে তুলে ফেলুন। যখনই লোম উঠবে মুখে তখনই এটি অ্যাপ্লাই করবেন।

 

একুশে সংবাদ.কম/চ.ট/বি.এস

Link copied!