AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৭ কৌশলে মুক্তি পেতে পারেন মানুষিক চাপ থেকে


Ekushey Sangbad
ডিআইইউ প্রতিনিধি
০১:২০ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২২

৭ কৌশলে মুক্তি পেতে পারেন মানুষিক চাপ থেকে

মানুষিক চাপের অন্যতম কারণ দুশ্চিন্তা। মানুষ সামাজিক জীব। প্রতিনিয়তই আমরা নানা প্রকার সামাজিক সমস্যা সম্মুখীন হয়। এসব সামাজিক সমস্যা মানসিক চাপ সৃষ্টি করে। তবে দুশ্চিন্তা থেকে মানসিক চাপ সৃষ্টি হলে তা কৌশলে এড়ানো সম্ভব।

 

সাধারনত দুশ্চিন্তা ২ ধরনের। কম তথা মৃদু ও তীব্র ধরনের। মৃদু ধরনের দুশ্চিন্তা সামলানোর ক্ষমতা মানুষের থাকে। তবে তীব্র দুশ্চিন্তা শরীরের জন্য ক্ষতিকর। দুশ্চিন্তার কারণে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ঘুম না হওয়া, পেটের সমস্যা, বুক ধড়ফড় করাসহ নানা সমস্যা দেখা দিতে পারে।

 

সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, দুশ্চিন্তা ও মানসিক চাপের ফলে মাইগ্রেন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

 

বিশেষজ্ঞদের মতে, কিছু জটিল রোগের উৎস হলো দুশ্চিন্তা। এজন্য যতটা সম্ভব দুশ্চিন্তা ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। এক্ষেত্রে কিছু উপায় অনুসরণ করা যেতে পারে:

 

দুশ্চিন্তাকে প্রশ্রয় না দেয়া-

জীবনের কোন না কোন পর্যায়ে মানসিক চাপ, দুশ্চিন্তা, হতাশা ভর করতেই পারে। তবে এগুলোকে কখনই প্রশ্রয় দেয়া যাবে না। মনে করতে হবে, এগুলো আপনার সচেতন প্রচেষ্টাতেই নিয়ন্ত্রণ করা সম্ভব। যেসব ব্যাপার নিয়ে দুশ্চিন্তা করছেন সেগুলোর একটি তালিকা তৈরি করুন এবং কীভাবে দুশ্চিন্তা দূর হবে তার উপায়গুলো লিখে রাখুন। এই পদ্ধতি অনুসরণ করলে মানসিক চাপের কারণগুলো অনেকটা গোছানো হবে। তাতে সমাধান খুঁজে পাওয়াও সহজ হবে।

 

পুষ্টিকর খাবার খেতে হবে-

পুষ্টির অভাব হলে মানসিক চাপ বেশি করে আঁকড়ে ধরে। তাই এইসময় পুষ্টিকর খাবারের প্রতি গুরুত্ব দিন। ফাস্ট ফুড বাদ দিন। বেশি মসলাযুক্ত খাবার তখন না খাওয়াই ভালো। ফলমূল খান। পর্যাপ্ত পানি পান করুন।

 

ব্যায়াম অত্যন্ত কার্যকরী-

মানসিক চাপ শিথিল করতে ব্যায়ামের জুড়ি নেই। ব্যায়াম করলে স্নায়ু সচল হয়। মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যায় এবং হতাশা কমে যায়। নতুন কাজের প্রতি উদ্যোম বাড়ে। তাই দুশ্চিন্তায় ডুবে যাওয়ার হাত থেকে রেহাই পেতে ব্যায়াম করুন।

 

পর্যাপ্ত ঘুমাতে হবে-

মানসিক চাপে থাকলে অনেকসময় ঠিকমতো ঘুম হয় না। ফলে সারাদিন ঝিমুনি ভাব থাকে, ক্লান্ত লাগে, পেটের সমস্যা দেখা দিতে পারে। তাই পর্যাপ্ত ঘুমাতে হবে। প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক অন্তত ৭ থেকে ৮ ঘন্টা ঘুম জরুরী।

 

আলো-বাতাসে থাকা ভালো-

শোবার ঘর যতটা সম্ভব খোলামেলা রাখতে হবে। আলো, বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় কিছুক্ষণ বসতে পারেন। কিংবা অফিস শেষ করে পার্ক বা খোলামেলা জায়গায় হাঁটাহাটি করা ভালো।

 

ধর্মীয় অনুশাসন মেনে চলো-

ধর্মীয় অনুশাসন মত জীবন পরিচালনা করলে দুশ্চিন্তা ও মানসিক চাপ হতে মুক্তি পাওয়া সম্ভব।

একজন ব্যক্তি সকল ধর্মীয় রীতি মেনে চলেন তখন অনেকাংশে দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

 

নিজেকে সময় দেওয়া-

দিন শেষে নিজেকে বুঝা খুব জরুরি। আমি কি করতে চাইছি, কোন কাজটি করতে ভালো লাগছে তা করা উচিত। আবার কোন কাজ করলে মানুষিক ভাবে চাপ অনুভব হয় কিংবা দুচিন্তা হয় তা এড়িয়ে চলতে হবে। নিজের ভালো ও মন্দলাগাকে  প্রাধান্য দিতে হবে।

 

মানসিক চাপ ও দুশ্চিন্তা নিয়ন্ত্রণের ক্ষমতা কখনও কখনও নিজের হাতে নাও থাকতে পারে। তখন অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। মনে রাখা ভালো, মানসিক চাপ দীর্ঘস্থায়ী হলে শারীরিক নানা ক্ষতি হতে পারে।

 

একুশে সংবাদ.কম/রে.রি.প্র/জাহাঙ্গীর

Link copied!