AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৬ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সঙ্গমের সময়ে এই ৪ পজিশনই ‍‍`পাগল‍‍` করে মহিলাদের


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৩:৫৯ পিএম, ২৩ আগস্ট, ২০২২

সঙ্গমের সময়ে এই ৪ পজিশনই ‍‍`পাগল‍‍` করে মহিলাদের

 

সঙ্গমের সময়ে সঠিক পদ্ধতি অবলম্বন করলে বিছানায় পার্টনারকে সুখী করা যায়। এক্ষেত্রে মহিলাদের চাহিদা কেমন থাকে। এক ওয়েবসাইটের পক্ষ থেকে এ বিষয়ে সমীক্ষা চালানো হয়েছিল। সেখানে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ হয়েছে।

 

কাউগার্ল পজিশন-

এই পজিশনে মহিলারা পুরুষদের উপরে থাকেন। এই পজিশনকে গার্ল অন দ্য টপ পজিশনও বলা হয়ে থাকে।

বেশিরভাগ মহিলারা এখন এই পজিশনে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ এই পজিশনে সঙ্গমের সময়ে তাঁরা নিজের দেহের পাশাপাশি পুরুষের শরীরও কন্ট্রোলে রাখতে পারেন।

 

কাউন্টারটপ-

রান্নাঘরেও কাজের ফাঁকে সঙ্গম পছন্দ করেন মহিলারা। বলা হয়েছে যে, রান্নাঘরে কাজের মাঝে সঙ্গমে দুজনের কাছে আসা যায়।

 

মিশনারি পজিশন-

এটি খুব জনপ্রিয় পজিশন। অধিকাংশ নারীই এই পজিশনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই পজিশনের ফলেই আপনি পার্টনারের কাছে আসতে পারবেন। তার সঙ্গে সঙ্গমের মাঝে দুষ্টু-মিষ্টি কথাও বলতে পারবেন। মহিলারা এই পজিশন বেশি মাত্রায় উপভোগ করেন। এই পজিশনের ফলে পুরুষ ও মহিলা অনেক কাছাকাছি আসেন।

 

সাইড পজিশন-

এখন বহু মহিলারা পছন্দ করেন। পুরুষ ও মহিলা দুজনই এই পজিশন উপভোগ করেন। আরও একটি কারণ রয়েছে। দ্রুত বীর্যপাতের সমস্যায় যে সব পুরুষরা ভুগছেন, তাঁরাও এই পজিশনে সঙ্গম করলে লাভ পান।

 

একুশে সংবাদ.কম/জা.হা

Shwapno
Link copied!