AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চেহারায় ব্রণ হলে কী করবেন?


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৩:০৯ পিএম, ১২ নভেম্বর, ২০২১
চেহারায় ব্রণ হলে কী করবেন?

ছবি: সংগৃহীত

ব্রণ বা একনের সমস্যা হলে কি করা উচিত? সচরাচর এমন সময়ে সবাই আতঙ্কগ্রস্থ হয়ে ওঠে। আতঙ্কগ্রস্থ না হলেও হতাশায় ভুগতে শুরু করে। কিন্তু একনে হলে কি করা উচিত এবং কি কি করা উচিত না তা ভাবা উচিত। অবশ্য এসব নিয়ে সঠিক নির্দেশনা পাওয়া শক্ত। আসুন একনে হলে আপনার কি কি করা উচিত এবং কি কি করা উচিত না। 

একনে হলে করনীয়: সালফারযুক্ত কোনো ক্রিম মাখার চেষ্টা করুন। এতে হয়তো প্রথমেই কোনো প্রতিকার খুঁজে পাওয়া যাবেনা তবে লাভ হবে।  প্রাকৃতিক তেল যেমন অলিভ অয়েল বা টি ট্রি অয়েল ব্যবহার করুন। তবে হ্যাঁ লক্ষ্য রাখুন তেলটি ডিলিউটেড কিনা৷ ক্যামিকেল যুক্ত হলে ক্ষতির সম্ভাবনা আছে। 

হালকা পাতলা কনসিলার ব্যবহার করবেন না। অনেকে কোনোমতে কনসিলার ব্যবহার করতে পারলেই খুশি। এমন করা উচিত না।  কনসিলারের ক্ষেত্রে দুটো শেড একসাথে ব্যবহার করুন। 
পিম্পলের কারণে কোনো অংশ ফুলে গেলে বরফ ব্যবহার করুন।
 
একনে হলে কি কি করবেন না?

পিম্পল কখনই আঙুল দিয়ে টিপে ফাঁটাবেন না। এমনটা করলে উলটো পিম্পল ছড়াতে শুরু করবে। পিম্পলে কখনই টুথপেস্ট লাগাবেন না। এতে উলটো একনে বাড়ার সম্ভাবনা থাকে।  একনে হলেই অনেকে দ্রুত একটা ফেসিয়াল সেড়ে নেয়। এমনটা করার প্রয়োজন নেই। ফেসিয়ালের সময় ফেসিয়ালের উপাদান ত্বকের ক্ষতি করতে পারে।

একুশে সংবাদ/আল-আমিন

Link copied!