AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক পরিবারের ৯ ব্যাংক হিসাব ফ্রিজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:২৩ পিএম, ২১ মে, ২০২৫

সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক পরিবারের ৯ ব্যাংক হিসাব ফ্রিজ

দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকার প্রেক্ষিতে সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তার স্ত্রী শিরিন আকতার বানু এবং কন্যা ফারজানা আক্তার তন্দ্রার নামে থাকা ৯টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।


বুধবার (২১ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


দুদকের আবেদনে জানানো হয়, ফ্রিজ করা হিসাবগুলোর মধ্যে আব্দুর রাজ্জাকের নামে চারটি ব্যাংক হিসাবে রয়েছে ৪২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা। তার স্ত্রী শিরিন আকতার বানুর নামে চারটি হিসাবে রয়েছে ৬৬ লাখ ৫৬ হাজার ৫৯৫ টাকা এবং কন্যা ফারজানা আক্তার তন্দ্রার একটি হিসাবে রয়েছে ২৮ লাখ টাকা। মোট হিসাবজুড়ে টাকা রয়েছে এক কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৬ টাকা।


দুদকের সহকারী পরিচালক আব্দুল মালেক আবেদনটি দাখিল করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, সাবেক মন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার ও নিয়োগ বাণিজ্য, সরকারি জমি দখল, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থপাচারের অভিযোগ তদন্তাধীন রয়েছে।


তদন্তে এসিআই কোম্পানি ও আদম ব্যবসায়ী নূর আলীর মাধ্যমে শত শত কোটি টাকা পাচারের বিষয়েও প্রাথমিক তথ্য মিলেছে বলে জানায় দুদক। এছাড়া তাদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্যও পাওয়া গেছে।


দুদকের বক্তব্য অনুযায়ী, অনুসন্ধান চলাকালে এসব অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সম্পদ সুরক্ষায় এসব ব্যাংক হিসাব ফ্রিজ করা প্রয়োজন।


একুশে সংবাদ////র.ন

Link copied!