AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
রমনা বোমা হামলা মামলা:

২ জনের যাবজ্জীবন, বাকিদের ১০ বছরের সাজা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৩৪ পিএম, ১৩ মে, ২০২৫

২ জনের যাবজ্জীবন, বাকিদের ১০ বছরের সাজা

২০০১ সালের রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলা মামলায় হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বাকি ৯ আসামির সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—মাওলানা তাজ উদ্দিন, জুয়েল ।

হাইকোর্টের এই রায়ে ২০১৪ সালে দেওয়া বিচারিক আদালতের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সাজা হ্রাস করা হলো।

২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে রমনা বটমূলে ছায়ানটের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন এবং অন্তত ৫০ জন আহত হন। জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজি)-এর সদস্যরা এ হামলা চালিয়েছিল বলে মামলার তদন্তে উঠে আসে।

এই মামলায় ২০১৪ সালে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত হুজি নেতা মুফতি হান্নানসহ ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে আজীবন কারাদণ্ড দিয়েছিলেন। হান্নান পরে অন্য মামলায় ফাঁসির দণ্ডে কার্যকর হন।

বর্তমানে হাইকোর্টের রায়ে সেই সাজা হ্রাস করা হলো।

আইনজীবীরা জানিয়েছেন, এ মামলায় আরও উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে। তবে এ রায়ের মাধ্যমে দীর্ঘ ২৩ বছর পর আলোচিত এই হামলার বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!