৪৪তম বিসিএস পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সাধারণ, কারিগরি/পেশাগত এবং উভয় ক্যাডারের প্রার্থীদের জন্য এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় যেসব প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন, তাদের মধ্যে যারা সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডার বা শুধুমাত্র সাধারণ ক্যাডারের জন্য আবেদন করেছেন, তাদের মৌখিক পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
প্রার্থীরা মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি জানতে পারবেন—
পিএসসির ওয়েবসাইটে: www.bpsc.gov.bd
টেলিটক ওয়েবসাইটে: bpsc.teletalk.com.bd
পিএসসি জানিয়েছে, যৌক্তিক কারণে প্রয়োজনে এই সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে এবং কমিশন সে অধিকার সংরক্ষণ করে।
একুশে সংবাদ/চ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :