বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। রবিবার (১৯ অক্টোবর) রাতে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়।
পিএসসি সূত্রে জানা গেছে, পরীক্ষায় মোট ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা এখন পরবর্তী ধাপের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে ঘোষণা করা হয়েছে।
এই বিশেষ বিসিএস অনুষ্ঠিত হয়েছিল নির্দিষ্ট পেশাগত ক্যাডারের শূন্যপদ পূরণের লক্ষ্যে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা গ্রহণ করা হয়।
উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের পূর্ণ তালিকা পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশিত হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

