AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একাধিক পদে চাকরি দিচ্ছে চ্যানেল 24


Ekushey Sangbad
চাকরি ডেস্ক
০২:২৬ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২৩

একাধিক পদে চাকরি দিচ্ছে চ্যানেল 24

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টিভি ‘চ্যানেল 24’। প্রতিষ্ঠানটির অনলাইন বিভাগে ‘সাব-এডিটর’ পদে জনবল নেয়া হবে। আগ্রহী প্রার্থীরাঅনলাইনের মাধ্যমে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।


১. পদের নাম: সাব-এডিটর
পদের সংখ্যা: নির্ধারিত না

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের ওপর স্নাতক পাস। তবে দুই বছর বা এর বেশি অভিজ্ঞতা থাকলে যেকোনো বিষয়ে স্নাতক পাস হলেই আবেদন করা যাবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। টিভি চ্যানেলে নিউজ ডেস্কে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়াও চাপ সামলে কাজের আগ্রহ ও ম্যানেজমেন্টের দক্ষতা থাকতে হবে।

 

২. পদের নাম: প্রুফ রিডার
পদের সংখ্যা: নির্ধারিত না

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে বাংলায় স্নাতক করা প্রার্থীদের অগ্রাধিকার দেয়ার হবে। শব্দ ও বাক্যের বানান ভুল ধরা এবং সংশোধন করার সক্ষমতা থাকতে হবে। তথ্য যাচাইয়ের ক্ষমতা থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিস, সোশ্যাল মিডিয়া, বাংলায় দ্রুত টাইপিং এবং ভিডিও সম্পর্কে ধারণা থাকতে হবে।

বয়স: ২৫ থেকে ৩৭ বছর।


বেতন ও সুযোগ  সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। বছরে দুটি উৎসব বোনাস। মোবাইল ফোন বিল, প্রোভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

 

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ১নং পদের জন্য এই লিংক এবং ২নং পদের জন্য এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। এছাড়া আবেদন পাঠাতে পারেন [email protected] এই ঠিকানায়।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

একুশে সংবাদ/স ক 

Shwapno
Link copied!