আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকার ১১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ১২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে আইন-শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কন্ট্রোল রুমে দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত ৭ জন ম্যাজিস্ট্রেটও রাখা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ১৯ সেপ্টেম্বর ভোর ৪টা ৩০ মিনিটে পিএসসি কার্যালয়ে রিপোর্ট করতে হবে। এর আগে ৯ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।
পরীক্ষাটি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/এ.জে