দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক সংকট দূর করতে ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে মোট ৬৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
সোমবার (২১ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাধারণ কলেজের বিভিন্ন বিষয়ে প্রভাষক পদে ৬৫৩ জন এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে।
বিভাগভিত্তিক শূন্যপদের মধ্যে বাংলা বিভাগে সর্বাধিক ৬১ জন, রাষ্ট্রবিজ্ঞানে ৫৫ জন, ইংরেজিতে ৫০ জন, অর্থনীতিতে ৪০ জন, দর্শনে ৩০ জন, রসায়নে ৩০ জন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২ জন প্রভাষক নেওয়া হবে।
৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
একুশে সংবাদ/আ.ট/এ.জে