রাশিয়ার পূর্বাঞ্চলে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বিমান রাডার থেকে হারিয়ে গেছে। বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে দেশটির আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ এক বিবৃতিতে জানান, বিমানটিতে আনুমানিক ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। এছাড়া ছয়জন ক্রু সদস্য ছিলেন বলেও ধারণা করা হচ্ছে। বিমানটি চীন সীমান্তঘেঁষা টাইন্ডা শহরের দিকে যাওয়ার সময় নিখোঁজ হয়।
জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের স্থানীয় দপ্তর জানিয়েছে, নিখোঁজ বিমানটি Antonov An-24 মডেলের, যা সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্স পরিচালনা করছিল। ফ্লাইটটি যাত্রাপথে রাডার থেকে হারিয়ে গেলে তার সঙ্গে আর কোনো যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি।
ঘটনার পরপরই হেলিকপ্টার, ড্রোন ও গ্রাউন্ড টিম মোতায়েন করে উদ্ধার তৎপরতা শুরু হয়। তবে দুর্গম পার্বত্য অঞ্চল এবং প্রতিকূল আবহাওয়া অনুসন্ধান প্রচেষ্টাকে ব্যাহত করছে। ওই অঞ্চলের বনভূমি এবং যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা অনুসন্ধান কাজে বাড়তি চ্যালেঞ্জ তৈরি করেছে।
রাশিয়ার ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনা তদন্তে ফ্লাইটের শেষ গন্তব্য, যোগাযোগের সময় এবং সম্ভাব্য যান্ত্রিক ত্রুটি নিয়ে বিশ্লেষণ শুরু করেছে।
বিমানটির কোনো ধ্বংসাবশেষ এখনও পাওয়া না গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জরুরি শিবির স্থাপন করে উদ্ধার কাজ চালানো হচ্ছে এবং প্রয়োজনে সামরিক বাহিনীর সহায়তাও নেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, An-24 মডেলের বিমান দীর্ঘদিন ধরে রাশিয়ার অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত হয়ে আসছে, যদিও এ মডেলটির নিরাপত্তা নিয়ে অতীতেও নানা প্রশ্ন উঠেছে।
একুশে সংবাদ/চ.ট/এ.জে