দখলদার ইসরায়েলের আগ্রাসনের পাল্টা জবাবে ফের ক্ষেপণাস্ত্র বৃষ্টি চালিয়েছে ইরান। ভয়াবহ এই হামলার পর জেরুজালেম ও তেল আবিব জুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দে থরথর করে কেঁপে ওঠে এলাকা। এতে অন্তত একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।
এমন পরিস্থিতিতে গভীর রাতে বাংকারে আশ্রয় নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সঙ্গে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বিষয়টি নিশ্চিত করেছে সিএনএন, যারা ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, হামলা শুরুর পরপরই নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী রাজধানীর এক সুরক্ষিত বাংকারে প্রবেশ করেন।
ওই বাংকারে বসেই তারা সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও জরুরি মূল্যায়ন করেন। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন ইসরায়েলের কয়েকজন মন্ত্রী ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট সংস্থার শীর্ষ কর্মকর্তারা।
অন্যদিকে পাল্টা হামলার অংশ হিসেবে ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের এলাকায় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের বিপ্লবী গার্ড পরিচালিত ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানবন্দরের পশ্চিম পাশে অন্তত দুটি বিস্ফোরণ ঘটেছে।
স্থানীয় মেহের নিউজ এজেন্সি এবং আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, বিমানবন্দর সংলগ্ন ভার্দাভার্ড এলাকায় প্রবল বিস্ফোরণ এবং আগুন দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বিমানবন্দরের অভ্যন্তরে আগুন দাউদাউ করে জ্বলছে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ করেছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি।
প্রসঙ্গত, শুক্রবার ভোরে ইসরায়েল একযোগে ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। এই আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান, যার পরিপ্রেক্ষিতে চলমান পাল্টা হামলা চলছে।
একুশে সংবাদ/ চ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

