AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যচুক্তি সম্পন্ন: দাবি ট্রাম্পের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:০৯ পিএম, ১২ জুন, ২০২৫

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যচুক্তি সম্পন্ন: দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বহু প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১২ জুন) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়েছে এবং এটি এখন শুধু দুই দেশের শীর্ষ নেতৃত্বের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ট্রাম্পের দাবি অনুযায়ী, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ৫৫ শতাংশ এবং চীন ১০ শতাংশ হারে শুল্ক সুবিধা পাবে।

ট্রাম্প বলেন, “চীনের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। তারা আগাম ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে ম্যাগনেট ও বিরল খনিজ সম্পদ সরবরাহ করবে। এ ছাড়া চীনা শিক্ষার্থীদের মার্কিন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ অব্যাহত থাকবে, যা আমি সবসময়ই সমর্থন করেছি।”

পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে, যাতে মার্কিন পণ্যের জন্য চীনা বাজার আরও উন্মুক্ত করা যায়। তার ভাষায়, এটি উভয় দেশের জন্যই লাভজনক একটি চুক্তি।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা লন্ডনে এক বৈঠকে বসেন শুল্ক বিষয়ে আলোচনার জন্য।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে, যার জবাবে চীনও পাল্টা ব্যবস্থা নেয়। তবে মে মাসে দুই দেশই আংশিকভাবে শুল্ক প্রত্যাহারে সম্মত হয় এবং তা ৯০ দিনের জন্য কার্যকর রাখা হয়।

 

একুশে সংবাদ/ আ.ট/এ.জে

Link copied!